ঢং দেখলে গা জ্বলে
- নাহিদ সরদার

ঢং দেখলে
গা জ্বলে
-----------
গদির মঞ্চে
বসে তোরা
করছিস কেন
এমন চিটিং,
দেশ'কি আর
চলে ভাল
রাস্তার মতো
দিয়ে পুটিং।
গোপাল ভাড়ের
বুদ্ধি যেন
আসছে এখন
তোদের ঝোঁলায়,
কথার রসে
বুদ্ধির ভাজে
আম জনতা
আত্ম ভোলায়।
বলতো দেখি
তোদের মতো
দেয়'গো এমন
কঠিন চাল,
চালের তলে
চাপা পড়ে
মরছে মানুষ
ফেলছে জল।
নীতিহীন সেই
কর্ম দেখে
কার না বল
গা জলে,
মাঝে মাঝে
বসে ভাবি
দেই'গো পুঁতে
পানির তলে।
দেখ কেমন
দুঃখ দেখে
মাতাল মনে
করছে ঢং
ইচ্ছে করে
সব শালাকে
লাথি মেরে
ভাঙ্গি ঠ্যাং।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।