অসহ্য যন্ত্রণাময়
- নাহিদ সরদার

অসহ্য যন্ত্রণাময়
---------------------
খামখেয়ালি মন কতো কি'যে চায়,
আহারে মন তার সব কি'গো পায়।
যা সে পায় নাহি তা চায়
চাওয়া গুলো সব বৃথা পড়ে রয়।
না পাওয়া গুলো কেঁদে মরে
বেদনার অসহয্য যন্ত্রণায়,
মনের কিছু চাওয়া আজীবন
রয়ে যায় বিষাদ অপূর্ণতায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।