চোরে চোরে মাসতুতো ভাই
- নাহিদ সরদার

চোরে চোরে মাসতুতো ভাই
-------------------------------------
ফাজিটাকে আমার কছে আন
মাজার উপর মারি একটা লাথি,
কানের দুল কাড়তে গিয়ে
ছিঁড়ল কেন লতি।
সেরা বলদ হাদারাম
করলি এ কোন ক্ষতি
আমার বউয়ের লতি নাই
পরবে কোথায় শুনি
পান্না হীরামতি।
এদিকে অায় হারামজাদা
ওঠবস কর কানটাতোর ধরি,
ওটা কি আর আমার বইয়ের
যে করলি তুই চুরি।
তুই ও চোর আমি ও চোর
চোরে চোরে মাসতুতো ভাই
গেলি কেমনে ভুলি,
চুরির দুল কেনরে তুই
নিয়েছিস হাতে তুলি।
পন করেছি আর করব না
বলছি কানটা ধরি,
চুররি জিনিসআর কোনোদিন
করবনা আর চুরি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।