খোকার অাকুতি
- নাহিদ সরদার

খোকার আকুতি
---------------------
মাগো কালকে কিন্তু
ডাকবে আমায়
সূর্য ওঠার আগে,
সবার আগে যাব আমি
ঐ সে কুসুম বাগে।
ফুল কুড়িয়ে গাঁথব মালা
আমার নিজ হাতে,
কাল যে মাগো একুশ তারিখ
নামতে হবে পথে।
বিশ্ববাসী নেবে ছুটি
থাকবে মোদের সাথে,
একুশের গান গাইবে সবি
থাকব সবাই মেতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।