ক্ষোভ
- আরিফুল হক দ্বীপ ২৪-০৪-২০২৪

তোমার মতো ছেরি,আমিও টেকা দিলে পাই,
রাস্তায় খাঁড়ায়লেই পাই।
দেখতে যাইবা?দেখাইয়া দিমু কয়েকশোটা।
আউশ মিটাইয়া দিবো-
এই চান্নি রাইতে মিঠা কথা কইয়া কইয়া
রাইত পোহাইয়া দিবো।
আর তুমি ছেরি,কি ছুরত!ক্যাটরিনার ভাব লও-
টেকা দিলে সব ছুরতই মেলে।
দেখতে যাইবা?দেখাইয়া দিমু কয়েকশোটা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।