সভ্যতা
- ফয়েজ উল্লাহ রবি

সভ্যতার ইটের চাপায় ধুসর স্বপ্ন ! রোজ ভাঙ্গে গড়ে,
বিলাসীতার এ্যাপার্টমেন্টের ছাদে
নীরবে নীভৃতে শুধু মানবতাই কাঁদে।
ঘামে ভেজা সার্ট শুকিয়ে আবার ভেজে
তপ্ত রৌদের আড়ালে মেঘ হাসে।
আদি কাল থেকে কেঁদে মরে আত্মা
সভ্যতার বাঁধনে বেঁধে ফের হারিয়ে যায়
অজানায়-অচেনায় মুখগুলো বিলীন হয়ে যায়
কংক্রীটের এই শহর, ভুলে যায় সভ্যতার সৈনিকদের
যার হাতের জাদুতে বিলাসী জীবন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।