কবি কবিতা
- ফয়েজ উল্লাহ রবি
অনেক কবি কবিতা আছে
দেশের আসেনা দুই আনা কাজে
রক্তের দাগ জননীর আঁচলে
চোখের জলে বুক ভাসে।
কবি কবিতার ধার গেছে কমে
কবিরা ভয়ে গেছে জমে,
মুখ ফুটে বলে না কথা
সত্য ন্যায় মরছে যথা-তথা।
চারদিকে অন্যায়-অত্যাচার দেখে
কবি চুপ থেকে বন্ধুত্ব বজায় রাখে।
কবিতায় কবিতায় খাতা ভরে
কবির কি আসে যায়
মানুষ যদি অযথায় মরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।