অমানুষ
- নাহিদ সরদার

অমানুষ
মো : নাহিদ রহমান
আমি বুঝেও বুঝি নাই, কি তার কারণ,
মন কেন করে আজ অহেতুক বারণ।
ফুলেল পবিত্র মন, আজ আর নেই
মিথ্যা মরিচিকা সুখে, হারিয়েছে খেই।
কেন কান্না দেখে বুঝি, অামিও অবুঝ ছিলাম শিশুরমতন,
অসহ্য কষ্ট সয়ে মা, আঁচলে মায়ায় করেছে যতন।
পিতার হুপিং কাশি অাকাশে বাতাসে ভাসে
থাই গ্লাসে বন্ধ কানে সুখ সুখ শব্দ আসে।
স্বর্গ সম মূল্য যা,
অতি দূরে ঠেলেছি তা
উড়াতে চেয়েছি এক মিথ্যা সুখের ফানুস
অামার ভালত্ব নষ্ট করেছি আমি অমানুষ।
ছলনার জাতা কলে,
সপেছি আমাকে ভুলে।
পিতা-মাতা যেন কাঁটা-বিলাসী পূর্ণ ঘরে,
আশ্রমে আছে তারা,লালন করছে পরে।
১৩/০২/২০১৬ ইং
শনিবার,দুপুর,২:৫০মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।