আশা
- আমানত উল্লাহ সোহান
"স্নান করে নাও না..
মুছে যাক গতরের লেলিহান পাপ গুলো..
আবার পাপের সমাপ্তিতে জম্ম নিক
ভালোবাসার একটা প্রকোষ্ঠ প্রদিপ ॥
না না না আমি আলো চাই না..
আমি চাই ইটে ঢাকা সাদা ঘাস গুলোর মতো
তোমার সরলতা---
আবার সরলতার ফ্লাই চুমু ..
কিংবা সরলতার ভনিতায় তোমার শব দেহ
যেখানে থাকবেনা আমার ইচ্ছার বিরুদ্দে
তোমার প্রতিবাদ ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।