তপন স্যার
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রী কলেজের মাননীয়
শিক্ষক..শ্রীঃতপন কুমার স্যার কে নিয়ে লেখা।

তপন স্যার
.....ফাইয়াজ ইসলাম ফাহিম

পৌরনীতি ক্লাসে যখন
তপন স্যার আসে
তখন আমার মনটা
আনন্দের জোয়ারে ভাসে।

মুচকি হেসে,ভালবেসে
পড়ায় যখন বই!
ক্লাস তখন নীরব থাকে বন্ধ
হয়ে যায় হৈ....চৈ?

মাঝে মাঝে পড়ার ফাঁকে
বলে রসের কথা!
তখন আমার হাসতে হাসতে
বুকে ধরে যায় ব্যথা?

আগুয়ান,তেজস্বী
করে না কোন ভয়
সত্যের পথে অবিচল থাকে
করে না নয়-ছয়।

ভুল ভ্রান্তি,ক্লেষ্ট ক্লান্তি
নেই তার মাঝে
একটু খানি রেগে গেলে
ভয়ানক ভুতুড়ে সাজে?

তিনি মহাজ্ঞানী-মহীয়ান
সব সমধানের মূল,
তাকে যদি কেউ ভুল বোঝে
তাহলে নিজের বক্ষে
মারবে মরণ শূল?

"আমি আনন্দিত আমি মুগ্ধ
তপন স্যারের প্রতি!
তিনি আমার শিক্ষক নয়
যেন চোখের জ্যোতি?"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।