অনাদি কালে
- তানজির উদ্দিন
ওগো জীবনের পড়ন্ত
এ বৃদ্ধত্বে আসিয়া
মোর জীবন ফুরালো গো
ফুরালো ।
হেথায় সহিনু ঘাত প্রতিঘাত বারংবার
করিনু আর্তনাদ বারবার
তবু থাকি
থাকি থাকি নিয়াছি জীবন গতি
অনাদি কালে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।