তোমার মুখশ্রী
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার মুখশ্রী যেন দর্পণ ,
তাই যেন দেখি যখন তখন ;

হঠাৎ যখন দিয়েছিলে দর্শন ,
ভুলতে পারিনি সেই মাহেন্দ্রক্ষণ ।

বন্ধু তুমি পেতেই পারো হে মোহিনী ,
আমার মত সুজন পাবে কি বল দেখিনি ।

( অনুবাদ )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।