গুড়ুচন্ডালী ভালবাসা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

একটা চেংড়ি মোরে পাগাল বানাইছে
কেমনে তারে ভালবাসিম,
একটা চেংড়ি মোরে পাগাল বানাইছে
কেমনে তার কাছে আসিম ।
প্রতিদিন কলেজের অ্যাইসা থাহম চাহি।
কহন দেহিম চেংড়ির স্যোনা মুখ..
চেংড়ি তো মোর মনের জ্বালা বোঝে না
ধরাইছে প্রেমের অসুখ।

কত চেংড়িরে কনু অ্যাইচে কি
ঐ চশমা পরা চেংড়ি টা,
হকল চেংড়ি খিল খিলেয়ে হাসে
দেখায় মোরে দাঁত ভেঙ্গচি টা।

হকল চ্যাংড়া গুলো কইতে লাগিল
কিরে...চশমা আলীর প্রতি খাছস তো ক্রাশ..
ঐ চেংড়ি তোরে পাত্তা দিবে না।
ভ্যালা কইরা দাঁত করিস ব্রাশ?

কলেজের হকল চ্যাংড়া-চেংড়ি গুলা
মসকরা করে সারাক্ষণ,
কলেজে আসলে ঐ চেংড়ির শোকে
ভগ্ন হূদয় করে জ্বালাতন।

চেংড়ি তো মোরে ভালবাসে না
কি করিম তোরা হকলি ক,
চেংড়ির জন্য টাকা বিলাইছম শ শ।

-হঠাৎ ঘুম ভাঙল...
দেখি...শুয়ে আছি...

আর দু চোখ দিয়ে অশ্রু ঝড়ছে,,,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।