কাব্য মেলা সিরিজ-১৬-২০
- ফয়েজ উল্লাহ রবি

ফুলে-ফলে কতো আইরন, ক্যালসিয়াম, ভিটামিন
ভরে রেখেছেন রাব্বুল আলামীন।
সৃজিলেন মানুষ-জ্বীন, করবে তাহার ইবাদত,
সত্য ন্যায়ের পথে চলে, ভুলে না সঠিক পথ।

ভালোর আড়ালে মন্দ লুকিয়ে সাধু সাজে
মানবতার বুলি জোড়ে জোড়েই বাজে
ওরাই বাঁধার দেয়াল, হিংস জানোয়ার,
ওদের হাতে নিরাপদ নয় সভ্যতার দ্বার।

আমার আমার বলে কাটে বেলা
আমার আছে কি, সবই শূন্য মেলা,
কে বুঝে র’বের এই লীলা-খেলা
দিন শেষে সব ফাঁকা, বুঝবে অবেলা।

জাগরণ কি ঘুমিয়ে আছে দেখছেনা কিছু
এতো যে দেশ প্রেম দেখিয়েছে সব কি ছিল মিছে।
গ্যাস গেল, বন যাচ্ছে মানবতা কোথায় লোকিয়ে আছে
জাগবে কবে ভাঙ্গবে ঘুম, বসে আছি সেই আশে।

প্রেম অন্ধ চোখ বন্ধ,
প্রেমের চোখে সবই সুন্দর, দেখেনা সাদা কিংবা কালো,
রাত কিবা দিন, স্বপনে জাগরনে
সব খানে চায়, না পেলে লাগেনা ভাল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।