কথা কাব্য সিরিজ-১০১-১০৫
- ফয়েজ উল্লাহ রবি

প্রেমের নেই যে কোন বয়স, কোন দিন মাস কাল,
প্রেমহীন মানুষ বাঁচেনা, পৃথিবীতে পড়বে আকাল।

তুমি যদি রাত দাও আমি দেব দিন
সুরে সুরে জীবনের গান গাইবো চিরদিন।
তুমি যদি থাক সাথে ডিঙ্গাবো চীনের প্রচীর
শূন্যে সাজাবো ভালবাসার শান্ত ছোট নীড়।

জ্ঞানের কি দোষ, সেই তো র্নিদোষ দোষী করিল তাহারে মানুষ।
নিজের লোভে ভুল পথে বাড়ালো পা ধ্বংস করে মানবতা আসে না তবু হুঁশ।

কর্মে আছেন স্মরণে-বরণে ভুলবেনা বাংলা আপনাকে মরনে
মিশে আছেন অনেক কবি পাঠকের হৃদয়ে
থাকবেন অনাদিকাল এমন করের ইতিহাসের অক্ষরে।

অর্থের মোহে স্বভাবের দিয়েছি বলি
ছোট-বড় সত্য-মিথ্যে ভাল-মন্দ গিয়াছি ভুলি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।