কথা কাব্য সিরিজ-১১৬-১২০
- ফয়েজ উল্লাহ রবি

আমি-তুমি-আর সেই একাকী হারালো কে
তোমার পথ-পানে ? চেয়ে কাটে বেলা! দিন-রাত, সারা-বেলা।

সময়ের শপথ !! সময় যখন যায় চলে, মানুষ যায় অনেক কথা ভুলে
এই কোন ব্যাপার না, কিছু নিবেন না তো দিলে।

চার চরণে অনেক কিছু খুঁজে পাই কাব্য মুগ্ধতায় হারিয়ে যাই।
ফের কবিতায় নিজেকে ফিরে পাই এই কাব্য প্রেমই আমি শুধু চাই।

একটু আলো একটু আঁধার
এইতো দারুণ ছবি দেখ কি বাহার।

আল্লাহতায়ালাই উত্তম রিজিকদাতা পৃথিবীর সব সৃষ্টির জন্য
তিনিই একমাত্র রিজিকের ব্যবস্থা করে রেখেছেন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।