কথা কাব্য সিরিজ-১২৬-১৩০
- ফয়েজ উল্লাহ রবি
হারিয়ে যাচ্ছে মানবতা সভ্যতারই! অন্ধকারে
পূর্ণ মানব পণ্য হয়ে, বেচে যাচ্ছে বিজ্ঞাপনে।
চার দিকে আজি অনুরণন যুদ্ধের
ক’বে ফিরবে সু-দিন শুদ্ধের।
নদীর বুকে জলের ঢেউ, নিশ্চয় তোমায় ভালবাসে কেউ,
হেঁটে যাও অনেক দূরে সাথে থাকে জানি সেই যাকে তুমি চাও।
ফেসবুকে হয় দেখা চেনা-অচেনা অনেক মুখ
সময়ের হত্যা করে, তবু কিছুটা মিলে তো সুখ।
ভীনদেশের লাভে নিজ চেতনায় জল,
যখন হারাবে সব তখনই বুঝবে ফল।
বিধাতার দান আমাদের এই সুন্দরবন,
হারিয়ে কাঁদবে মানব, হারালাম কি অমূল্য ধন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।