কথা কাব্য সিরিজ-১৪১-১৪৫
- ফয়েজ উল্লাহ রবি

মাটি দিয়ে তৈরি তুমি সেই মাটিতে একদিন যাবে মিশে
-------মিথ্যে মায়ার মোহে তুমি ঘুরছ আলেয়ার পিছে।

যে গেছে ভুলে, ভুল কিংবা ইচ্ছে করে—
মন কেন বারেবারে তারেই স্মরণ করে।

তুমি একা নয় গো বোকা আছে আরও অনেক
কিছু মানুষ আছে দেয়ার ধোঁকা তা ভবের মাঝে অর্ধেক।

বিশ্বাসে টিকে আছে শূন্যে এই ধরণী
যখন থাকে না বিশ্বাস দূরে যায় ঘরনী।

দুঃখ সে তো জীবন সাথী, সুখেই আরেক নাম
কালো আছে তাই সদা ভাল, আছে যে তার দাম।



.
মঙ্গলবার- ১ ভাদ্র ১৪২৩, ১৬ আগস্ট ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।