কথা কাব্য সিরিজ- ১৬১-১৬৫
- ফয়েজ উল্লাহ রবি
বন্দি নেই আর ঘরে কোণে, সব খানেতে ললনার দল
জিতেছে খুব ভাল ভাবে বাংলাদেশ প্রমীলা ফুটবল।
“সৃষ্টি তোমার অপরূপ দেখে ফেরেনা নয়ন,
সকল সৃষ্টির স্রষ্টা তুমি, দেখতে জানি কেমন ?”
চলে গেলে অভিমানী, হয়ে গেলে শুধু যে ছবি! হয়নি বলা সরি,
বেঁচে র’বে তুমি অনন্তকাল সৃষ্টিতে তোমার, -কবি শহীদ কাদরী।
ব=শব্দের ছোঁয়ার ছিলাম অপেক্ষায়-
ই=ইচ্ছেরা মানছেনা আছে কি উপায় ?
হাতের রেখায় থাকেনা ভাগ্য।
যার হাত নেই তারও ভাগ্য বলে কিছু আছে তো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।