বেলা বোস্ (REMIX)
- শাহরিয়ার মোঃ রায়হান

চাকুরীটা আমি গ্রহন করেছি বেলা শুনছো?
সমাজে এখন পেয়েছি যে স্বীকৃতি
সম্বন্ধটা এখন তুমি ভেঙ্গে দিতে পারো
মাকে গিয়ে বলো আমি শর্তটা মেনেছি।।

চাকুরীটা আমি নিয়েই নিয়েছি বেলা সও্তি
বিসর্জন দিয়ে সব আদর্শ ও নীতি
মামার জোড়ে,ঘুষ দিয়ে নিয়োগ আমি পেয়েছি
আজ আমি ১ম শ্রেনীর সরকারি কর্মী।

স্বপ্নগুলো সব ভুলেছি বেলা শুনছো
পাএ হিসেবে তাই পেয়েছি স্বীকৃতি
স্বার্থপর, অর্থলোভী ভ্রান্ত এ সমাজ মাঝে
হবে কালোটাকায় গড়া বাড়ি-গাড়িময় মোদের সংসার বিলাসি!!!
HELLO এটা কি GP STAR POSTPAID নাম্বর VIP?
টপ ব্রেন্ডের LATEST MODEL-এর তোমার SMART PHONE-এতে
আমার পাঠানো SMS-টা পড়েছো কি????


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।