কথা কাব্য সিরিজ- ১৯১-১৯৫
- ফয়েজ উল্লাহ রবি
আলোহীন চাঁদ, জ্যোৎস্না যদি না হতো
তবু সব কবি লেখক শিল্পী চাঁদেরেই ডাকে।
সূর্য তাপে- যেন আছে অভিশাপে।
যতোটা পেরেছি দিয়েছি ভালবাসা উজার করে,
আঁধার হঠিয়ে আলোর পথে হাটলাম জোছনার হাতে ধরে।
জ্যোস্নার আলোয় সাজে কানন রাতের আকাশে জ্বলে নক্ষত্রের আলো,
দুঃখ কান্নায় ব্যাথার জীবন, হঠাৎ খারাপ থাকা মন হয়ে যায় ভালো।
রাতের কালে মুগ্ধতা ছড়ায় যখন হাসে জ্যোস্নার আলো,
তারায়-তারায় বিলিয়ে দেয় আবেশ দূর করে যতো কালো।
চন্দ্রাবলী, শোন- একটি কথা বলি চাঁদ আর জ্যোৎস্না সাথে-সাথে চলি,
আঁধার রাতে আলোর পরশ ভাগ করি হাতে হাত শুধু জোছনা হৃদয়ে ভরি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।