কথা কাব্য সিরিজ- ২০৬-২১০
- ফয়েজ উল্লাহ রবি
দু’মোখ সাপ মার খ্যাপ, তুমি দু’ধারি তলোয়ার,
সাধু তুমি লোক সমাজে আসলে একটা জানোয়ার।
সময়ের ঘড়ি চলছে নিজ গতিতে সামনের পানে,
ভুলে গেছে মধ্যবিত্ত সুখ! বাজে বেদনার সুর গানে।
আহত পাখির দলে আমিও এক অতিথি পাখি
হারাচ্ছে সময়, জীবনের হিসেব রয়েছে বাকী।
চাঁদের উপমায় সৃষ্টি লাখ কবি কবিতা, আলোহীন চাঁদের কি দাম
যদি জ্যোৎস্না না থাকে কে বলিবে চাঁদ অপরূপা, সূর্যের নেই নাম।
বন্ধি জীবন চলে রাজার সাথে সন্ধি, মধ্যবিত্তের নেই হাসি আহ্লাদ
শুধু দুঃখ সদা সাথী, সামনে যেন অভাব নামের জল্লাদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।