কথা কাব্য সিরিজ- ২১১-২১৫
- ফয়েজ উল্লাহ রবি

সবার ভাবনায় থাকে, শুদ্ধ হবে ঈদে
কিন্তু পারে না হতে, পাপ থাকে হৃদে।

অর্থ দিয়ে কিনে পশু, করে কোরবানি
মনের পশু জিয়ে রাখে মনের ঘরে-
এ কেন হয় ? এই নয় কুরআনের বাণী।

ঈদের খুশি একাই ভোগে একাই খায় গোস্ত
জানে না সেই ক্ষুদ্র জীবন! পাপের খাচ্ছে পোস্ত।

না জেনেও জানার করে ভান, বড় বড় কথার ছড়ায় বান।
আসলে সবই নকল মিছে, ছুটছে সবাই ভুলের পিছে।

দিনে দিনে মানুষ হারাচ্ছে মনুষ্যত্ব থেকে দূরে
নিজের মাঝে সুখ খুঁজে যে, থাকে সে অন্তপুরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।