কথা কাব্য সিরিজ- ২১৬-২২০
- ফয়েজ উল্লাহ রবি
ঈদ মানে হাসি-খুশি বিষম আনন্দ
যখন মনের পশুর কোরবানি না হয়
-------অন্তরেতে থাকে শুধুই ধন্ধ।
ক্ষুদ্র পৃথিবী, বিশাল মনের মানুষ
লোভ-লালসায় হয়ে যায় ফানুস।
নিলাম তুলে হৃদয় পটে ভালবাসার অর্ঘ
এতো ভালবাসায় পেয়ে পেলাম যেন স্বর্গ।
পেয়েছি ভালবাসা এসেছে জীবনে ছন্দ
দুঃখ গুলো অনেক দূরে আছে যে বন্ধ।
মিছে দুনিয়ার লোভ লালসায় কোথায় পাবো মানুষ খাঁটি,
সাদা মনের মানুষ খুঁজে পাবে না কেউ দিয়ে চালান ভাটি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।