কথা কাব্য সিরিজ- ২২১-২২৫
- ফয়েজ উল্লাহ রবি
অসীম তোমার মনের আশা, অসীম ভালবাসা
তোমায় ঘিরে সাজাবে নতুন ভাল একটা বাসা।
এখন ঈদের গরুয় ছেয়ে যাবে ফেসবুকেই পাতা।
নানা রকম সেলফিতে ভরে যাচ্ছে জীবন খাতা।
ঈদ এসেছে ঈদের খুশি নিজেদের মাঝে করি ভাগাভাগি
পাশের পাড়ীর লোকটা খাবার খেল কিনা, খবর কি আর রাখি।
এই যে পাওয়া অনেক বেশি জন্মদিনের এই দিনে,
সুখে ভরে গেল হৃদয়টা বাঁধলে ভালবাসার ঋণে।
এতো খুশি এতো ভালবাসা এতো শুভ কামনা,
নিশ্চয় ভাল থাকবো আমি সদা এই বাসনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।