কথা কাব্য সিরিজ- ২৪৬-২৫০
- ফয়েজ উল্লাহ রবি

লোকের টাকায় করছো তুমি বাহাদুরী-
জানলে লোকে, ঠিকানা তোমার মৃত্যুপুরী।

যুদ্ধ যুদ্ধ খেলায় সবাই দেখায় পেশি শক্তি
দুর্বল রোজ মার খায়, সবল পায় ভক্তি।

রাতের খাবারে দু’মুঠো চিড়া-মুড়ি আর এক গ্লাস জল
কপাল তেমনই রয়েছে, ভাগ্যে লেখা আছে যে ফল।

বই এর পাতায় পাতায় লোকিয়ে আছে শান্তি সুখের বার্তা,
লেখা-পড়া না শিখলে হয় না ভাল মানুষ সমাজের ভাল কর্তা।

রাগ মানুষের ধ্বংস করে ভাল কাজ গুলো-
তাই রাগ করোনা, যাও ভুলে রাগের কারণ গুলো।

.
বৃহস্পতিবার ১৩ আশ্বিন ১৪২৩
২৯ সেপ্টেম্বর ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।