কবে
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
হায়রে মুসলমান, স্বপ্ন কি মোর বৃথা,
কবে কুরবানির মতোই হবে, যাকাতের প্রতিযোগিতা।
কবে জুমার মতো হবে ফজরের জামাত,
দেখবনা খুঁজে বেগানা নারী, খুলিয়া নয়ন পাত।
কবে আসবে মোদের সেই সোনালী সু-দিন,
ঈদের মতোই যত সুখ-হাঁসি করিব বিলীন।
কবে হবে আমাদের প্রতিটি রাত,
ক্ষমা প্রার্থনার সেই শবে কদর-বরাত ।
কবে উঠবে গড়ে সেই সুশীল সমাজ,
বলবে আগে নামাজ, পরে অন্য কাজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।