অণুকাব্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম
১০মিনিটে লিখলাম..
ভাববেন না..যে ছেলে প্রেম করিতে চায়?
১.
মন চায় তোরে ভালবাসিতে
শত চেষ্টা করেও
পারলাম তোর কাছে আসিতে!
হে ললনা করিস নে আর ছলনা
কাছে এসে হাত ধরে ভালবাসি বল্ না?
২.
পাচ্ছি কষ্ট
হচ্ছি নষ্ট
কেন বুঝিস না মোর হরিদাসী!
কত আর ভণিতা করবে
বল্ না ভালবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।