রাবেয়া আপার শপিং
- ফয়েজ উল্লাহ রবি
এতো বাজার করলে তুমি
আর কি রইল বাকী,
একেলা গেলে শপিং তে
দিয়ে মোদের ফাঁকি।
সবাই জন্য কিনলে তুমি
হরেক রকম সদাই,
কসমেটিকস সবজি গ্রোসারীজ
আনলে আরও মিঠাই।
সবাই সবার পণ্য পেল
আমায় ভুলে গেলে কি ?
অপেক্ষাতে রইলাম আমি
তোমায় কিন্তু ভুলি নি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।