আমি কষ্টের রাজা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কষ্ট! কষ্ট! কষ্ট!
আমি কষ্টের রাজা,
আমার শিতানে কষ্ট আমার পৈতানে কষ্ট
আমার ডানে কষ্ট আমার বামে কষ্ট।
কষ্ট! কষ্ট! কষ্ট!
আমি কষ্টের রাজা,
আমার শুইতে কষ্ট আমার ভাবতে কষ্ট
আমার স্বপ্ন দেখিতে কষ্ট আমার জাগিতে কষ্ট।
কষ্ট! কষ্ট! কষ্ট!
আমি কষ্টের রাজা,
আমার চলতে কষ্ট আমার বলতে কষ্ট
আমার শুনতে কষ্ট আমার খেতে কষ্ট।
কষ্ট! কষ্ট! কষ্ট!
আমি কষ্টের রাজা,
আমার লিখতে কষ্ট আমার পড়িতে কষ্ট
আমার রন্ধে রন্ধে কষ্ট
আমার সর্বাঙ্গে কষ্ট আমার চারেদিকে কষ্ট
কষ্ট! কষ্ট! কষ্ট!
আমি কষ্টের রাজা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।