এ পৃথিবী স্বর্গময় হবে
- নাহিদ সরদার
এ পৃথিবী স্বর্গময় হবে
মো : নাহিদ সরদার
সুৃখলতা,
তোমার অন্তিম মুহূর্তে হয়তোবা বলবে,
প্রত্যেক পুরুষের শিশ্ন কাটা হোক
হয়তোবা ইশ্বরের কাছে বলবে
প্রতিটি যুবকের চোখে এসিড বৃষ্টি হোক।
আমি প্রতিশ্রুতি দিতে পারি-দেখে নিও সুখলতা
একদিন পৃথিবীর সমস্ত মানুষ ফেরেস্তা হবে
তোমাদের বন্দনায় ব্যস্ত থাকবে তাঁরা।
তোমার সকল অনাত্মীয় এসে বলবে
চল ভালবেসে বুনোফুল হই পথিকের পথে।
বখাটে যুবকটা একদিন গোলাপ হবে
পবিত্র মনে বিসর্জন কামে বলবে
তুমি যে আমার বোন হও,
চল অভয়ে চাঁদ দেখি নিপবনে।
একদিন আর বুড়ো ছাত্তারের মনে
জাগবেনা অপ্রয়োজনীয় কাম বাসনা,
ছেড়ে দেবে উনিশ,তের, সতেরোতে
যৌন স্বাদ নেওয়া -ভালবেসে বলবে,
চল দাদু গল্প হই আকাশের ছাদে।
কোনো ধর্মযাজকের দেওয়া যৌন আঘাত
বইতে হবেনা আর আমরণ,
অতি স্নেহে বলবে,
চলতো ইশ্বর দেখে আসি কল্পলোকে।
সুৃখলতা তুমি দেখে নিও
এ পৃথিবী একদিন হবে অবশ্যই স্বর্গময়।
০১/১১/২০১৬ ইং
মঙ্গলবার, সকাল,৭:৪৮ মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।