টু-লাইনার ২৫৬-২৬০
- ফয়েজ উল্লাহ রবি

ছন্দে ছন্দে মনের কথা কাব্য করে খুলেছ মনের দ্বার
হাজার বছর বেঁচে থাক, ছড়ার জাদুকর -জগলুল হায়দার।

বাংলা সাহিত্যে দারুণ করবে, সে নিজেকে বলে অবুঝ
কর্মই যার পরিচয়, “কাজের ছেলে -ইমরান মাহফুজ”

আজ তোমার জন্মদিন, শুভেচ্ছা অভিনন্দন অগণন
তোমার কথা বলবে দেশ থেকে দেশ, জমিন ও গগন।

কাব্য তোমার নদীর মতো বহমান
শুভেচ্ছা শুভ জন্মদিন টিপু রহমান।

সুখ পাখিটা রোজ থাকুক তোমার, যেন হয় না কভু দূর-
সুখ-শান্তিতে কাটুক জীবন, শুভ জন্মদিন কবি মীম মাশকুর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।