টু-লাইনার ২৬১-২৬৫
- ফয়েজ উল্লাহ রবি

বিশাল হৃদয়ের মানুষ তুমি, মিশে আছ জুড়ে এই হৃদ,
জন্মদিনের শুভেচ্ছা ভালবাসা আবদুল হাকিম নাহিদ।

প্রার্থনা আমার পূরণ হউক তোমার যতো শখ
শুভেচ্ছা শুভ কামনা শুভ জন্মদিন জহিরুল হক।

ভাবনা তোমার অতি ভাল, সদা করছ কাজ দেশ ও দশের
আরও ভাল করবে, অভিনন্দন শুভ কামনা ওবায়দুর কাদের।

চলে গেলে যাবার নিয়মে, হয় তো হয়নি পূরণ জীবনের সব সখ
বেঁচে র’বে চিরকাল মানুষের অন্তরে তুমি, সৈয়দ শামসুল হক।

গরুর সাথে সেলফি তোলে করছো ফেসবুকেতে ট্যাগ
ঘাস খাও! যাচ্ছে তাই, এই সব কী ? হচ্ছে বড় রাগ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।