টু-লাইনার ২৮৬-২৯০
- ফয়েজ উল্লাহ রবি
লেখার সাথে চলছে ধন্ধ কলমের মুখটা থাকে বন্ধ।
কাব্য যেন কারাগারে অবরুদ্ধ মনের সাথে চলে যে ভাই যুদ্ধ।
ফেসবুক এখন এতোই মহান কেটে যাচ্ছে সারা বেলা,
কতো রঙ্গের মানুষ দেখলাম! তুমিও কি দেখবে সে মেলা?
ফেসবুক এখন এতোই দামী করলো সময় নষ্ট,
এমবি ফুরালে বুঝতে পারে মনে লাগে কতো কষ্ট।
হাসিই করে দূর মনের যতো ব্যথা
হাসলে ফুটে ফুল হাসিতে সুখের কথা।
মাথার মধ্যে চিন্তা ঘুরে ভাবনা করে কলোরব,
লিখতে গিয়ে থমকে কলম, দাঁড়িয়ে যায় সব।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।