টু-লাইনার ২৯১-২৯৫
- ফয়েজ উল্লাহ রবি
কথা এখন হয় না প্রকাশ মুখের বুলিতে
রাত-দিন চলে কথা আঙুল গুলোতে।। (কী বোর্ডে)
ছল করে যে পায়না কিছু সামনে শুধু আঁধার,
সত্যের জয় হয় সদায়, জীবন হয়না ধাঁধার।
তেল মাথাতে দেয় যে সবাই তেলের মালিশ,
কোথায় যাব কার কাছে যে করবো নালিশ।
মানুষ গুলো কেমন যেন এক ঘরে হচ্ছে ধীরে-ধীরে
একার পৃথিবী গড়লো তারা হাজার মানুষের ভিড়ে।
বিজ্ঞানের উন্নয়নের আছি খুব কাছা-কাছি, সারা পৃথিবী জুড়ে
কিন্তু নিজ থেকে- আপনার থেকে- আছি আমরা অনেক দূরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।