টু-লাইনার ৩১১-৩১৫
- ফয়েজ উল্লাহ রবি

এই কথার কথা নয় গো দাদা সত্য কথার বাণী,
যার সময়ের ফল সময়ে মিলে সেই রাজা নয় রাণী।

সব খানে কাটিনা জাবর তবু বলছে শোনি কেউ,
আমার কথা বা লেখায় কেউ করে ঘেউ ঘেউ।

তোমরা যাকে পাগলামো বল আমি বলি তা সৃষ্টি,
অবাক হয়ে দেখবে অবশেষে ফেরেনা কারও দৃষ্টি।

কবি যদি যায় থেমে লেখা লেখি হয় বন্ধ।
পাঠক কি পাবে গো হবে যে মহা দ্বন্ধ।।

কথায় কথায় যদি হতো কাব্য
কবিই হয়ে যেতেম রাজা নব্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।