টু-লাইনার ৩১৬-৩২০
- ফয়েজ উল্লাহ রবি
সৃষ্টিতে সুখ জানে স্রষ্টা সৃষ্টি কুলে ফুল,
কখন-সখন সৃষ্টিযে হয়, হয়ে যায় তা ভুল।
সদা র’বে সাথ মহান আল্লাহ্র রহমত,
হাতে-হাত কতো দূর শেষ হবে না পথ।
ডাকে মুয়াজ্জিন মধুর সুরে কেন থাক তুমি দূরে সরে
এসো এসো আলোয় ফিরে থেকো না আর আঁধার ঘোরে।
সময়ের মূল্য বুঝবে তুমি চলে গেছে সময়,
হারালে দিন কাঁদবে তুমি খোঁজবে বিশ্বময়।
চিঠি লিখে দাওয়াত দিলাম আসবে ঈদের দিন
তুমি এলে খুশি মনে নাচবো তাক ধিনা ধিন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।