টু-লাইনার ৩২৬-৩৩০
- ফয়েজ উল্লাহ রবি
ক্ষুধার পেট মিথ্যে খায়,
সত্যের কি আর দেখা পায়।
দেশ বদলায়, বদলায় সংবিধান পাতাকার রং
সমাজ বদলায়, দেখা দেয় মানুষের মন্দ ঢঙ্গ।
কে বলে ভাই মানুষের দুই হাত; তা ভুল
অজুহাতের ইশারায় হারায় কেউ কেউ কূল।।
মুক্তিযুদ্ধা!! নামে কিন্তু ?? মুক্তিযুদ্ধা অনাহারে,
কেউ দেখেনা কেমন করে দুঃখের বীণা জীবন তারে।
গায়ের জোরে নয়, প্রতিবাদ হবে থেকে চুপ
জবাব দেব মাঠে, দেখবেনা কেউ মনের কোপ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।