টু-লাইনার ৩৩১-৩৩৫
- ফয়েজ উল্লাহ রবি

নকলে নকলে ছেয়ে গেছে দেশ
সব খানে শুধু নকলের আভেস।

এখন এক দেশেতে লাখ চোর
চলে সদা শুধু তাদের জোর।

যে চরণ চুমি সে নয় বাংলাদেশী
উঁচু করে শির এই জাতি বীর।।

দেখেছি খালি চোখে আবার দেখেছি চশমা লাগিয়ে।
রাস্তা গাঠ বড়-বড় ইমারত বদলেছে কিন্তু মনুষ্যত্ব গেল পালিয়ে।

জীবনের শেষ যদি হয় মৃত্যু তার আগে কিছুটা সুখ নিত্য
ভাগ করে নিতে চায় মন সত্য পায় না তার কিছুই মধ্যবিত্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।