আমি অভিশাপ
- মমিনুল হক
আমি অভিশাপ
শেখ মমিনুর ইসলাম
/
অবশেষে ঘুমের ঔষধ ও পরাজিত
একটা, দুইটা, তিনটা...................
এভাবে হাজারটাও বড়ি
আমার দু-চোখের কাছে পরাজিত!
জানো না হয়তো!
তোর ভালোবাসার না পেয়ে ছোঁয়া
এমন দৃশ্য রচনা.....
লেখা হয় প্রতিরাত!
তবুও তুমি-নিজেকে নিয়েই ব্যস্ত!
অচেতন মানুষের দুঃখের কথা
ভাবনা নেওয়ার সময়টুকু কোথায়।
অনমিকা-যেখানে তোর
স্বার্থের মায়া জালে বন্দী ঠিকানায়
দিয়েছো অন্য জনকে বসবাস!
চিরদিনের জন্য...।
তাইতো এখন হয়েছি আমি অভিশাপ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।