টু-লাইনার ৩৪১-৩৪৫
- ফয়েজ উল্লাহ রবি

সুখের সময় ভুলে যেও, যেমন সবাই ভুলে যায়,
খবর দিও বাতাসে, যখন দুঃখ কিবা কান্না পায়।

জন্মদিনের এই দিনে শুভেচ্ছা সতত ভাল থেকো সুখের থেকো,
কাটে যেন সুন্দর আনন্দময় প্রতিদিন শুভেচ্ছা শুভ জন্মদিন।

শুভেচ্ছা শুভ কামনা আজ ও আগামী, কামনা যেমন প্রতিদিন
হাসি খুশি আনন্দে আর সুখে কাটুক জীবন তোমার, শুভ জন্মদিন।

এমন করে কেটে যাক আরও শত বছর,
জনম জনম অটুট থাকুক ভালবাসার আচর।

শুভ হউক প্রতিটি দিন, ডুবে সুখের আবেশ
সুন্দর সুখের জীবনে হয় যেন গো প্রবেশ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।