ভালবাসা আজকাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আজকে শিলা
কালকে মিলা
পরশুতে ইলা
ভালবাসার ঘূর্ণিপাকে চলছে যৌনলীলা।

ভালবাসার কোন দাম নেই
জেল হাজতে বন্দি!
যৌন জ্বালা নিবারণ করতে
করছি নানান ফিকির-ফন্দি?

আজকে মহৎ
কালকে নিশাদ
পরশুতে সাব্বির!
ভালবাসা কে পৃষ্ঠ করে
মেয়ে সেজেছে প্রেমিক পীর।

ভালবাসার আজ করুণ দশা
টাল-মাটাল হয়ে ঘুরছে পথের বাঁকে,
আবার কখনো পড়ে থাকে
ঝোঁপ ঝাড়ের ফাঁকে?

ভালবাসি!ভালবাসি!
করে চিল্লাইতেছি
কেউ করি না ভালবাসার দেখ ভাল
এই যদি হয় ভালবাসা
ভালবাসা বেঁচে থাকবে কতকাল?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।