সমকালীন ছড়া - মিরাজ
- ফয়েজ উল্লাহ রবি

পলাশীতে হেরেছে সিরাজ
ঢাকায় জিতেছে মিরাজ।

বয়স তার উনিশ-বিশ
প্রতিপক্ষ হারায় দিশ
দুই টেষ্টে উইকেট উনিশ।

সেই চট্টলায় হেরেও জিতেছে সূর্যসেন
মিরাজ এখন ক্রিকেট বিশ্বে নব্য ধ্যান।

বলের আঘাতে উইকেট ভাঙ্গে
চায়না কেউ খেলতে তার সঙ্গে
তার প্রতিভায় সারা বাংলা রাঙ্গে।

আজ সিংহ বধে বাঘ যে হাসে
বাংলাদেশকে সবাই ভালবাসে।

মুশফিক ম্যাশ সাকিব মিরাজ
সবার মুখে আজ হাসি বিরাজ
টিম বাংলাদেশ করবে রাজ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।