তুমি
- ফয়েজ উল্লাহ রবি

তোমার কথা ভেবে-ভেবে কাটে আমার বেলা,
তুমি এলে জীবন জুড়ে ফুলে-ফলে সাজে মেলা।
এই তুমি যে জীবন আমার, সেই তুমিতে মরণ
লাল গালিচায় ডাকছি তোমায় করে নেব বরণ।
তুমি-তুমি ডাকছি আমি, তুমি কী তা দেখ মেলে আঁখি,
যেয়োনা ছেড়ে আমায় কভু মিথ্যে চলনায়, দিয়ে ফাঁকি।
হৃদয় দিয়ে বাসি ভাল, ভালবাসা নেই যে আর বাকী
তুমি আমার মনের মানুষ, সাত রাজার ধন, ওগো প্রাণ সখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।