অতিষ্ঠ পথিক
- এস.এম. আরিফ - মৃত্যু

.
এমন এক পেয়ালা পাইলাম গো সাই ,
ভাল করে চাইয়া দেখি ,
সরল - গরল কিছুই নাই!
.
শূন্যতা লয়ে ,সধাই চলে অনায়াসে
ভুক মেটাতে গিয়ে ,ব্যর্থ হয়ে ফিরে!

এমনও কার্য আমরা করছি অবিরত
দয়াল তুমি কর কিছু ঘুরব আর কত?
তেষ্টা যে হায় বিষণ এবার
সামলাতে নাহি পারি..!
এই জগতে পেয়লা ভরতে
নাহি পাইলাম বারি!

এমন কথা আমার কেন বলতে হয়?
আমরা তো সাই নই জড় ?
,তবে পেয়ালা কেন ফাকা?
চাপরায়ে হাড় কত ,
যাচ্ছে সদাই খুলে
পারছি না আর রাখতে ঢাকা,
যন্ত্রণা এই বুকে !

আমার কী ভবে গুরু,
সত্যি পানি নাই?
জেনে তবে কেন গো সাই
কষ্ট দিচ্ছো সদাই?
যৌবন আমার ,
গেছে চলে খুজতে খুজতে কুপ,
যেখানে সাই ইচ্ছে ছিল দিব আমরা ডুব!

স্নান তো সাই দূরেরইই থাকুক
পাইলামইই না পানি,
যার লাগি মোর ঘুরতে ঘুরতে
পাকিল চুল আর দাড়ি!

যদি ,আমি অভাগা বুঝতাম এটা আগে
শূন্য কখনো ভরে নাক ভবে
তুমি না ভরে দিলে.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।