স্বার্থকতা
- এস.এম. আরিফ - ধোঁয়া
.
স্বার্থকতা ঝরা পুষ্পের কষ্টের হাসি!
স্বার্থকতা বিবাদ ভুলে ভাল বাসাবাসি!
স্বার্থকতা জননীর ম্লান মুখের স্নেহময়ী ডাক!
স্বার্থকতা পিতার পকেটের আধূলি নেওয়ার হাক!
.
স্বার্থকতা প্রথম প্রণয় প্রস্তাবটিতে !
স্বার্থকতা বন্ধুর ছলে তোমায় গ্রহণ!
স্বার্থকতা আপন ভভেবে রাত্রি যাপন !
স্বার্থকতা কুৎসিত হয়েও সুন্দর মন !
.
স্বার্থকতা বন্ধুর জন্য পত্র লিখন !
স্বার্থকতা তোমার জন্য গোলাপ প্ররণ !
স্বার্থকতা রেজাল্টের ঐপাশ নম্বর!
স্বার্থকতা বহুদিন পর কুর্নিশ স্যার!
.
স্বার্থকতা প্রেমিকার জন্য জীবন ত্যাগ!
স্বার্থকতা প্রেমিকের জন্য সমাজ ত্যাগ!
স্বার্থকতা ররবীন্দ্রনাথের গীতাজ্ঞলী !
স্বার্থকতা কর্কশ স্বরের মধুর ডাক!
.
স্বার্থকতা টিফিনের সবব ভভাগাভাগিতে !
স্বার্থকতা নতুন পেন্সিল রাবারটিতে !
স্বার্থকতা মায়ের ছেলের মাথায় হাত !
স্বার্থকতা তাঁর জন্য রক্তের প্রপাত!
.
স্বার্থকতা ধর্মের ঘরে জম্ম নেওয়া!
স্বার্থকতা পিতার লাশ কাদে বহন !
স্বার্থকতা মাতার জন্য অশ্রু ফেলন !
.
স্বার্থকতা সবার মাঝে সবসবসময় !
স্বার্থকতা তাই তো তোমায় খুজতে চাই!
স্বার্থকতা আসো তুমি আমার জীবনে!
স্বার্থকতা তোমায় খুজি সারা ভুবনে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।