অবুঝ আবেগ
- এস.এম. আরিফ - বাস্তব

বাড়ির কানছিতে তোর অবিরল ধারা
তবে কেন বললি লইনা জল আমি,
যাই নাঐ ঘাটে, যে ঘাটে জললইতে
তর ঘৃণা নাকি করে!
খনিটা তুই পেয়ে গিয়ে
গেলি জনককে ভুলে !
এখনকীআরকরবি প্রেম
এইঅভাগার লগে..?
ঘাটে যাইতে কাদা লাগে
কানছিতেই তোর জল!
এখনকেন কাটবি সাতার
মধ্যে ঘোলা জল!
রাখিস রে তুই কানচিপাতে
ফেলে আমার কথা,
বর্ষা কিন্তু দুই মাসই হয়
দশমাসই তো ফাকা!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।