বসন্তের গান
- আমানত উল্লাহ সোহান

আয়রে তোরা আয়--
দেখবি যদি ফুলের মেলা
সপ্ন পুরির সপ্ন খেলা
ফুলের ঘ্রানের মত্ত বেলা
মত্ত অবুঝ প্রাণ।

আয়রে তোরা আয়--
দেখবি যদি মৌমাছির গুঞ্জরী
ডালে ডালে নানা ফুলের মঞ্জরী
অবুজ মনে একটু সুখের সঞ্চারী
সপ্ন সুখের তান।

আয়রে তোরা আয়--
আয় ছুটে আয় রুপের দেশে
একটু সুখের হাসি হেসে
বসন্তের ঐ বকুল বেশে
গাসনা সুখের গান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।