মৃত্যু ২
- এস.এম. আরিফ - মৃত্যুঅন্ধকার, বিদঘুটে অন্ধকার শানের রাস্তায় আমি দুপাশে হাজার মাইল উচ্চ আকাশ ছোঁয়া দালান আমি পাদুকা কিংবা নগ্ন পায়ে চলছি আহাজারি আর কেবল উচ্চ কন্ঠে বিচারকহীন কেবল নালিশ আর নালিশ! . কেউ আমাকেই তাঁর পদে আদিষ্ট করল! দেখ আমার বেডিং হাউসটা কেমন তছনছ!! এগুচ্ছিলাম ...হঠাৎ ঝপঝপ করে চাল মুড়ি চিড়া সার্টারের ফাক দিয়ে অবিরত পড়তে লাগল ! আমি থমকে গেলাম! . আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছিল, শো শো হাওয়াই উড়ে যাওয়ার উপক্রম! খই আর ধুলো হয়তো সাদা কালোর জড়াজড়ি কিন্ত অন্ধকার ঘোড় অন্ধকার! . আমি সঙ্কিত, আকাশ ছোয়া দালানগুলো মাটিতে লুটিয়ে পড়তে লাগলো ! ভূমি কাপতে লাগলো, পানি আনন্দে উচ্ছাসিত আমি বরফের মত জমে যাচ্ছিলাম! সবাই দৌড়ে পালাচ্ছে! . আমার আসার দ্বার অনেক আগেই নিচিন্হ , আমি উল্টো দৌড়াচ্ছি! কিন্ত মাটি আমাকে গ্রাস করতে ধাওয়া করেছে! নৌকাগুলো শূন্যতে ভেসে! আমি ক্লান্ত আর পারছিলাম না! পায়ের তলায় মাটি নেই, পড়ে যাচ্ছি তো যাচ্ছি, কোথাও বাধাগ্রস্ত হচ্ছিলাম না, . ডুকরে কেঁদে উঠলাম, কান্না কারো কর্ণগোচর হচ্ছিলো না, আমার মৃত্যু হচ্ছে, আমি মৃত !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।