হ্যাঁ, অামি বিখ্যাত
- নাহিদ সরদার
হ্যাঁ,আমি বিখ্যাত
মো: নাহিদ সরদার
হ্যাঁ, আমি বিখ্যাত
তোমার অবহেলা একটু একটু করে বিখ্যাত করেছে আমায়,
এক প্রত্যাখ্যান গোলাপ দিয়েছে হাজারও গোলাপ
ভালবেসে লিখেছিলাম একটা কবিতা
তোমাকে শোনাবো বলে
তুমি শুনলেনা -তাই হাজারো কবিতার জন্ম।
অবহেলা কোরোনাতো আর
ভালবেসে চুমু হও প্রেমিকের ঠোঁটে
না হলে আমি আরও বিখ্যাত হব।
আর তখন একটা গোলাপ তোমার
হারাবে হাজার গোলাপের ভীড়ে।
৩১/১২/২০১৬ ইং
শনিবার সকাল ৭:১৬ মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।